মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক।
সারাদেশে আলোচিত চট্টগ্রাম নগরীর রাজনৈতিক অঙ্গনে শীর্ষ আলোচিত ও শিক্ষা প্রতিষ্ঠান ওমরগণি এমইএস কলেজ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি ক্রিকেট বল ছোঁড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় দিকে দুই প্রতিষ্ঠানের ক্যাম্পাস চত্বরে নগরের জাকির হোসেন সড়ক সংলগ্নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ মাঠে এমইএস কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। এ সময় তাদের ছোঁড়া একটি বল গিয়ে ইস্পাহানি কলেজের এক শিক্ষার্থীর গায়ে লাগে।এমইএস কলেজের এক শিক্ষার্থী ওই বল আনতে গেলে ইস্পাহানি কলেজের শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ছাত্রী এমইএস কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। এরপরেই এর প্রতিবাদ করেন এমইএস কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝেও।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এতে ওমরগণি এমইএস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের গেট বন্ধ রেখে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন কলেজের শিক্ষক ও অধ্যক্ষরা।
সংঘর্ষের ঘটনা শুনে সাথে সাথে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মজিবুর রহমান জানান, ‘ শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছেন এবং প্রতিষ্ঠানের গেট বন্ধ করে রাখা হয়েছে। মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন কিছুটা স্বাভাবিক রয়েছে।