মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ করা হয়।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় কালিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার ২১ টি জলাশয়ে এ মৎস্য পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া নির্বাহী অফিসার রাশেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান বলেন, এই প্রকল্পের আওতায় উপজেলার মসজিদ মাদ্রাসার পুকুরসহ ২১ টি জলাষয়ে ১৭২৪ কেজি মিশ্র কার্প প্রজাতীর পোনা মাছ অবমুক্ত করা হয়।