মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের ২ এপিবিএন এর তৎপরতায় হারিয়ে যাওয়া, চুরি হওয়া মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং প্রতারণার অর্থ উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান এর আয়োজনে, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান ক্যাম্পে ইনচার্জ পুলিশ পরিদর্শক আল আলামিন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুরি হওয়া মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং প্রতারণার অর্থ ভুক্তভোগিদের মাঝে প্রদান করেন ২ এপিবিএন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি),আলী আহমদ খান। এ’সময় উক্ত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক , জাহেদুল, এসআই, জুলহাস, এসআই ,আলমগীর, এসআই, কাইয়ুম, অপারেশন শাখার ইনচার্জ এসআই ,মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই ,পলাশ, স্পেশাল মোবাইল উদ্ধার টিমের ইনচার্জ এএসআ, কামরুল, ইন্টেলিজেন্স উইং এর ইনচার্জ এএসআই ,নুর আলম ,ইন্টেলিজেন্স উইং সহকারী ইনচার্জ ,মোঃ রাসেল হোসেন প্রমুখ ।
উল্লেখ্য: বিভিন্ন কোম্পানির হারিয়ে যাওয়া/চুরি হওয়া ৭৪ টি মোবাইল ফোন ,যার আনুমানিক মূল্য ১৭,৬০, ৭৮০/- (সতেরো লাখ ষাট হাজার সাতশত আশি টাকা) ও বিকাশে/নগদে ভুলক্রমে চলে যাওয়া ৪,১৬,৫৭০/- (চার লাখ ষোল হাজার পাঁচশত সত্তর) টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।