মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সিমান্তের চোরা কারবারি সিন্ডিকেট গুলো এখন সক্রিয় বিজিবির অভিযানে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার রবিবার ১৫ সেপ্টেম্বর ভোর ৫ টা ১০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহল দলের অভিযানে বিওপি থেকে উওর-পশ্চিম ঘুমধুম মধ্যম পাড়ায়” পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন ৮০,০০০ (আশি হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উল্লেখ্য: আটক হওয়া ইয়াবা গুলো পাশ্ববর্তী মিয়ানমার থেকে স্থানীয় চোরা কারবারিরা এনে সুযোগ বুঝে পাচারের চেষ্টা করছিল কিন্তু গোপন সংবাদের খবরে স্থানীয় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উক্ত ইয়াবা গুলো পরিত্যক্ত অবস্থায উদ্ধার করতে সক্ষম হয় বলে সুত্রে জানা যায়।