নওগাঁ প্রতিনিধি-
নওগাঁ সদর উপজেলার ১০ নম্বর বলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সচিব রুহুল আমিন ষরকার এবং তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী সেলিম রেজার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত (৯সেপ্টেম্বর) বৈকাল ৫ ঘটিকায় বলিহার ইউনিয়নের পয়না ব্রিজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,সচিব এবং তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তার কাছে জন্ম নিবন্ধন এবং নামের পরিবর্তন বা সংশোধন করতে গেলে, তারা টাকা ছাড়া কোন কাজ করতে চায়না বা জনগণকে সেবা দিতে চায় না। ভুক্তভোগীরা জানান, তাদের ছেলে বিদেশে যাবে পাসপোর্ট তৈরিতে জন্ম নিবন্ধনে নামের বানান ভুলের কারণে সচিব এবং তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তাদের কাছে গেলে তারা বিভিন্ন ভাবে হয়রানি পেরেশানি করতে থাকে। এবং ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা নেওয়ার পরেও অনেক ঘুরিয়ে তাদের কাজগুলো করে দেয়। তারা বলেন, তাদের অপরাধ একটাই তারা সাধারন জনগন। অপর বক্তা বলেন, এরা ইউনিয়ন পরিষদে এতটাই দুর্নীতি করতে করতে বেপরোয়া যাহা বলে শেষ করা যাবে না। তারা টাকা ছাড়া কোন কাজ করতেই চায় না সেটা যে দলেরই হোক বা সাধারণ জনগণে হোক, টাকা তাদের নিতেই হবে। এতদিন তারা দুর্নীতি করে মানুষকে হয়রানি পেরেশানি করে টাকা পয়সা নিয়েছে। মানববন্ধনে শতশত জনসাধারণের মুল দাবি তথ্য সেবা কেন্দ্রে র কর্মচারী সেলিম রেজার পদত্যাগ ও হব্যহতির দাবি জানান। বলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিচারের জোর দাবী জানান।