মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা-আলীকদম চকরিয়া সড়কে সিএনজির অবাধ চলাচলের দাবিতে ও সিএনজি চাকলদের ওপর হামলার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছে লামা উপজেলা সিএনজি ও মাহিন্দ্রা মালিক ও চালক সমবায় সমিতি। শুক্রবার ৬ সেপ্টেম্বর সকাল থেকে লাইনঝিরি মোড়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন শতাধিক মাহিন্দ্রা সিএনজি চালক ও মালিক।
সমিতির সভাপতি মো. ইরফান বলেন, আমরা দীর্ঘদিন চকরিয়া লামা-আলীকদম সড়কে সিএনজি চালিয়ে যাত্রীদের সেবা দিয়ে আসছি। হঠাৎ জীপ বাস মালিক সমিতির লোকজন একমাস যাবৎ আমাদের সিএনজি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তারা আমাদের চালক ও মালিককে চকরিয়া পাওয়া মাত্র মারধর, হুমকি, ধমকি সহ আমাদের স্টেশনও ভাঙচুর করে। তিনি আরও বলেন, আমরা সিএনজি চালাতে না পারায় গত এক মাস ধরে সিএনজি চালক-মালিকদের আয় রোজগার বন্ধ গেছে। অনেক চালক ও মালিক কিস্তি পরিশোধ করতে পারছে না। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে সিএনজি মালিক-শ্রমিকদের। অনেকে ঋণ ও ঋণ নিয়ে সিএনজি কিনে সংসার চালান। কিন্তু বাস-জীপ মালিকদের একচেটিয়া আধিপত্যের কারণে আমরা সিএনজি চালাতে পারছিনা। পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। এ’বিষয়ে আলীকদম জোন কমান্ডার, লামা ইউএনও ও থানা বরাবর একাধিক বার লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান মিলেনি। তাই আমরা নিরুপায় হয়ে লাগাতার অবরোধ কর্মসূচির আশ্রয় নিয়েছি। এদিকে লাগাতার অবরোধ কর্মসূচির ফলে যাত্রী ভোগান্তির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লামা ইয়াংছা ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান। তিনি আগামী রবিবার সকাল ১০টায় আলীকদম জোন কমান্ডার কর্তৃক উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসনের আশ্বাস দেন। ততদিন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এড়িয়ে উভয় পক্ষকে গাড়ি চালাতে বলা হয়েছে।