এ.বি.এম.হাবিব নিজস্ব প্রতিনিধি।
নওগাঁজেলার মান্দা উপজেলার ৩ নং পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল তার বিরুদ্ধে হয়রানী ও উদ্দেশ্য মুলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (৪সেপ্টেম্বর) উপজেলার সিমানা কফি হাউজের হলরুমে সকাল ১১টায় নওগাঁ জেলা ও উপজেলার সাংবাদিকদের নিয়ে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন। আনন্দ বাজার,ভোরের ডাক,সকালের সময় সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে করে তিনি বলেন, তাকে প্রান নাশের ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়াসহ বিভিন্ন ভিত্তিহীন,মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল, যার কোনই সত্যতা নেই। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদন্ধী পরাজিত প্রার্থীরা সরকার পতনের পর ষড়যন্ত্র ও জোগসাজস করে, কিছু সন্ত্রাসীদেরকে পরিষদের অফিসে পাঠিয়ে দেয়। সন্ত্রাসীরা তার অফিস কক্ষে ঢুকে সন্ত্রাসী কায়দায় চাপ সৃষ্টি করে ও প্রাননাশের ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয়,যাহা তাহার ইচ্ছার বিরুদ্ধে। প্রতিপক্ষরা সেটির আইনগত বৈধতা না পাওয়ায়, নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষদের যোগসাজশে কয়েকজন ইউপি সদস্যদের মাধ্যমে আবারও ষড়যন্ত্র শুরু করে। তার পরিপ্রেক্ষিতে আবারও তারা ইউ,পি সদস্যদের দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন কিছু অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে। যাহার তাহার দৃষ্টিগোচর হয়েছে। সে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তিনি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন,তার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে, সেসব প্রকল্পের অধিকাংশ পিআইসি অভিযোগকারী ইউপি সদস্য নিজেরাই। তারা অন্যের প্ররোচনায় পড়ে তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করতেছে বলে তিনি জানান। বর্তমানে তিনি স্বাধীনভাবে চলাফেলা করতে পারছে না এবং প্রাণনাশের হুমকিতেই বর্তমানেও দিনযাপন করছেন বলে জানান। তিনি ইউনিয়নবাসীসহ প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।