নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সন্ত্রাসী কায়দায় জমি জবর-দখল চেষ্টার অভিযোগ উঠেছে। প্রান নাশের হুমকি এবং বৈধ জমিতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সুজিত চন্দ্র মহন্ত
তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরি এলাকার স্থায়ী বাসিন্দা, তবে বর্তমানে তিনি উপজেলা সদরের কুঞ্জবন এলাকা বসবাস করেন বলে জানা গেছে । দায়েরকৃত মামলাসূত্রে জানা যায়, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালি গ্রামের ওপেন্দ্রনাথ এর পুত্র-অধীর, সুদির মষ্টার, হাবুল। মৃত বিরেন চন্দ্রের পুত্র- উজ্জ্বল, উৎপল,,চঞল। সুদির মাস্টারের পুত্র পাপ্পু ও স্ত্রী বেবি। হাবুলের স্ত্রী দীপালি। উজ্জ্বলের স্ত্রী সম্পা, চঞ্চলের স্ত্রী বীথিকা। মৃতঃ বজেন্দ্র দাসের পুত্র নকুল। উল্লেখিত ব্যক্তিগনরা দুর্দান্ত দাংগাবাজ, পরোধন লোভী, কুচক্রী, একদলবদ্ধ লাঠিয়াল শ্রেণির ব্যক্তি। নালিশী তপশীল বর্ণিত সম্পত্তির আর,এস ৭৯৬ নং খতিয়ানের ১৬ আনা অংশের মালিক প্রজা ছিলেন সুরেশ চন্দ্র মন্ডল। উক্ত সুরেশ চন্দ্র মন্ডল ভোগদখলীকার থাকাকালে মৃতুবরন করলে দুই পুত্র সুদর্শন মন্ডল ও শ্রী সুবল চন্দ্র মন্ডল ওয়ারিশ থাকে। উক্ত সুরেশ চন্দ্র মন্ডল মৃত্যুবরন করলে তার ত্যাক্ত সম্পত্তি দুই পুত্র সুদর্শন মন্ডল ও শ্রী সুবল চন্দ্র মন্ডল ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখলিকার থাকেন। উক্ত শ্রী সুবল চন্দ্র মন্ডল ভোগ দখলিকার থাকাবস্থায় গত ইং ৩১/০১/২০২৪ তারিখে ১১৭২ নং দলিল মুলে আর এস ৭৯৬ নং খতিয়ানের ৪৮৮ নং দাগে ৭ শতক সম্পত্তি শ্রী সুজিত চন্দ্র মহন্ত বরাবর হস্তান্তর করেন। এরপর উক্ত সম্পত্তি নিজ নামে নামজারী করে খাজনাদি পরিশোধ করে নালিশী সম্পত্তি দখল ভোগে নিয়োজিত আছেন। নালিশী সম্পত্তিতে প্রতিপক্ষগণের কোন দিনই কোন প্রকার সত্ব দখল ছিলনা বা আইনত থাকার কোন কারণ নাই। উক্ত নালিশী সম্পত্তিতে বাঁশঝাঁড় রয়েছে যার মালিক সুজিত চন্দ্র । নালিশী সম্পত্তিতে প্রতিপক্ষগণের কোন প্রকার স্বত্ব দখল না থাকা স্বত্বেও নালিশী সম্পত্তির উপর সুজিত চন্দ্রের উক্ত বাঁশ জোর পূর্বক কাটার জন্য এবং ওই সম্পত্তি হতে বেদখল এর জন্য সম্পত্তির উপরে এসে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। প্রতিপক্ষরা বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যাবে এবং সম্পত্তি থেকে বেদখল করবে এমন হুমকিও প্রদর্শন করেন। এক্ষুনে প্রতিপক্ষগণ যে কোন সময় জোর পূর্বক নালিশী সম্পত্তিতে দরখাস্তকারীর বাঁশঝাড়ের কাটার চেষ্টায় লিপ্ত রয়েছে এবং যে কোন সময় অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে নালিশী সম্পত্তিতে জোর পূর্বক প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় ভুক্তভোগী সুজিত চন্দ্রকে বে-দখল করতে পারে। বাধা দিলে প্রতিপক্ষগণ দ্বারা খুন জখম সহ মারপিট করিবার হুমকি অব্যাহত রয়েছে, যে কোন মুহুর্তে। এছাড়া প্রতিনিয়ত উল্লেখিত সন্ত্রাসীরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকি দিয়ে আসছেন।
এমন অভিযোগ এনে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মহাদেবপুর থানা পুলিশকে দ্বায়িত্ব এবং উক্ত নালিশী সম্পত্তি পর্যবেক্ষন ও তদন্তপূর্বক মতামতসহ সুস্পষ্ট প্রতিবেদন দাখিলের জন্য মহাদেবপুর উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন বিজ্ঞ আদালত। এছাড়া অন্যায় ও বেআইনিভাবে উক্ত সম্পত্তিতে অনধিকার প্রবেশ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করায় প্রতিপক্ষদের আদালতে উপস্থিত হয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের ব্যপারেও উল্লেখ করেছেন আদালত।
এব্যপারে ভুক্তভোগী সুজিত চন্দ্রের সাথে কথা হলে তিনি জানান, আমি উক্ত সম্পত্তি আর এস খতিয়ানধারী মালিক হতে ক্রয়সূত্রে ভোগদখল করছি। গত ৩০/০৮/২৪ তারিখে আমার উক্ত সম্পত্তি প্রতিপক্ষগনরা বেদখল করার লক্ষে ওই সম্পত্তি হতে জোরপূর্বক বাঁশ কাটার সময় আমার কর্মচারি সেখানে উপস্থিত হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রকাশ্য হত্যার হুমকিসহ নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে । এছাড়া আমাকেও তারা উক্ত সম্পত্তি থেকে বেদখল করার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এবিষয়ে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এব্যপারে গত ০৩/০৯/২৪ তারিখে আদালতে একটি মামলা দায়ের করেছি(মামলা নাম্বার ৬৩৫/২০২৪)। এবং সুষ্ট তদন্ত এবং দলিলপত্রাদি পর্যালোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।