মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিনিধি।
বৃহত্তর চট্টগ্রামের কৃতিসন্তান ফটিকছড়ি উপজেলার শৈলকোপা গ্রামের শিকদার বাড়ীর উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ। বহু ইংরেজী অভিধানের প্রণেতা মরহুম প্রফেসর তোফায়েল আহমেদ শিকদারের সুযোগ্য পুত্র প্রকৌশলী মোহামদ নুরুল করিম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (CDA) নবনিযুক্ত চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন৷
২ সেপ্টেম্বর, (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিডিএর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের নিয়োগ কালীন পরবর্তী মেয়াদ বাতিল করেন। সেইসাথে সংগঠনের স্বার্থে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের পর থেকে ৩ (তিন) বছরের জন্য মোহাম্মদ নুরুল করিম কে সিডিএ,র নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
নবনিযুক্ত সিডিএ,র চেয়ারম্যান ফটিকছড়ি উপজেলার শৈলকোপা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম সিকদার পরিবারের তাহার জম্ম৷ তাহার শিক্ষা জীবন চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল থেকে কৃতিত্ব এস,এস সি উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ। চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
কর্মজীবনে ইতোপুর্বে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে অবসর যান৷ তিনি চাকুরী কালীন সময়ে অত্যন্ত ধর্মভীরু,সৎ,
ভদ্র,নম্র প্রকৃতির সাদাসিধা কর্মকর্তা হিসাবে তিনি সবার কাছে সমাদৃত।
নবনিযুক্ত সিডিএ,র চেয়ারম্যান মোঃ নুরুল করিম কে চট্টগ্রামবাসী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়া অনলাইন গনমাধ্যম ও প্রিন্টপত্রিকা ও সকল প্রচার মাধ্যমে। ।
প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম সিডিএ,র চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় “চট্টগ্রাম বাসির” পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকা ও ও চট্টগ্রাম অঞ্চলের সর্বস্তরের মানুষ। সেই সাথে আলোচিত দেশজুড়ে।
তাহার সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করছি। শুভেচ্ছান্তে চট্টগ্রাম নগরবাসী।