মোঃ সফিউল আজম রুবেল
নগরীর কাজীর দেউড়ি এলাকায় ঐতিহ্যবাহী কাজী বাড়ি শাহী জামে মসজিদ। এই ঐতিহ্য মসজিদের মোতোয়াল্লী মীর কাজী আবুল হোসেন রুমী। তিনি মসজিদের সম্পত্তি রক্ষায় একটি গ্রুপের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন। আর মসজিদের সম্পত্তি জবরদখল করার অভিযোগ আফতাব মাহমুদ শিমুল নামে জনৈকের বিরুদ্ধে। গত সরকারের আমলে শত চেষ্টা করে ব্যর্থ হন মোতোয়াল্লীসহ এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী মসজিদ সংলগ্ন মানববন্ধন করেন। এতে এলাকাবাসী মসজিদের সম্পত্তি রক্ষায় ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে অভিযোগ করেন, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ কাজী দাতা মীর ইয়াহইয়া রহঃ কাজী বাড়ি শাহী জামে মসজিদের জায়গা-সম্পত্তি ও পুকুর, জবর দখলকারী ভূমি দস্যু আওয়ামীলীগ সন্ত্রাসী চাঁদাবাজ নারী লোভী আফতাব মাহমুদ শিমুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকা বাসী। ভূমিদস্যু আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজ আফতাব মাহমুদ শিমুল সহ তার সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন। মানববন্ধনে মসজিদের মোতোয়াল্লীসহ আরো অনেকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি/মতোয়াল্লি কাজী শাহাদাত হোসাইন, বর্তমান সভাপতি/মতোয়াল্লি মীর কাজী আবুল হোসাইন রুমী, মোঃ রাশেদ জুয়েল মোঃ সুজন মোঃ ইব্রাহীম, বাবুর্চি সমিতির সভাপতি মোঃ আহমদুল্লাহ, মোঃ হাকিম বাবুর্চি, সৈয়দ আজহারুল হক, মসজিদের খতিব ইমাম, সহ সাধারণ মুসল্লিগণ, কাজী পরিবারবর্গ ও এলাকাবাসী। এই দিকে অভিযুক্তের বক্তব্য নিতে গিয়ে জানাযায়, সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এলাকা ছাড়া রয়েছে।