আসসালামু আলাইকুম। আপনি/আপনাদের সকলের সাংবাদিক সংস্থা এর পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ। সেইসাথে অপেশাদার পুলিশের শাস্তি দাবি জানাই।
দৈনিক “দেশের কথা” পত্রিকার স্টাফ রিপোর্টারের সিএমপি কোতোয়ালি থানাধীন পুলিশ কক্ষেই ৩টি মোবাইল ফরমেট হয় পুলিশের হাতেই। যা চরম ব্যক্তি স্বাধীনতাহানী ও নিরাপত্তাঝুঁকি। স্বাধীন সংবাদ সংগ্রহে বাঁধা পুলিশ প্রশাসন কর্তৃক হামলা হেনস্থা লাঞ্ছনা শিকার কোনমতেই মেনে নেওয়া যায় না। থানার পুলিশ ফাঁড়ির রুম কক্ষেই এমন অদ্ভুত অঘটন কোন সুষ্ঠু সভ্য স্বাধীন ব্যক্তি সমাজ দেশের কাম্য নয়।
যেকোনো ঘটনায় সত্যতায় সাংবাদিক তথ্য খুঁজবেই এটা তার অপরাধ নয়। কোন কারণ ছাড়া সাংবাদিকের ৩টি মোবাইল ফরমেট করে দেওয়া যা দীর্ঘ ৪/৫ বছরের সমস্ততথ্য রিমুভ করে দেওয়া কোনভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক হেনস্থার মূল ঘটনাকে গোপন করে,পুলিশ তার আইনের রক্ষক হয়েও আইনের অপব্যবহারে জনবিরোধী অপেশাদার আচরণ যা বেআইনি অপরাধ ও দুঃখজনক। অপেশাদার আচরণের দায় অন্যের উপর চাপিয়ে দেওয়াসহ সবরকমের মিথ্যা অপকৌশলে ভিন্নখ্যাতে প্রভাবিত করছে। ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা যা আরও অদ্ভুত ও ভয়ানক। যা সাধারণ মানুষের স্বাধীনতা ও নিরাপত্তাকেই প্রশ্নবৃদ্ধ করে।
ওই সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে সচেতন নাগরিক হিসেবে তার কোন অন্যায় ছিল না। সাংবাদিক সমাজ ও সচেতন মানুষ বিভিন্ন মাধ্যমে দেওয়া বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়। এমন উদ্ভূত পরিস্থিতির আলোকে বিষয়টি নিয়ে সর্বমহলে ও বিভিন্ন সাংবাদিক সংস্থার ক্ষোভ উদ্বেগ মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেন।
ওই ঘটনার পিছনে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ভুক্তভোগী সাংবাদিককে সব রকমের সহায়তা নিরাপত্তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উক্ত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে
সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে বিশেষ সহযোগিতা করার আহবান জানাচ্ছি। এবং বিবৃতি/প্রকাশের মাধ্যমে তীব্র নিন্দা প্রকাশ করছি।
জনঅস্থায় পুলিশ প্রশাসনের ভাবমূর্তি রক্ষায় শৃঙ্খলা, জনবান্ধব জনঐক্য ও সংহতির স্বার্থে উদ্ভুত পরিস্থিতিতে আলোচনা-সমালোচনাকে সম্মান জানিয়ে সত্য প্রকাশ করে উপযুক্ত সিদ্ধান্তের জরুরী পদক্ষেপ প্রয়োজন।
স্বাধীন দেশের মত প্রকাশে সবারই অধিকার সমান। শুধু পেশাগত পরিচয়ে নায়। সকল নাগরিক ফিরে পাক তার আইনি অধিকার ও নিরাপত্তা পূর্ণ নিশ্চয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য সকল মাধ্যমে যে কোন ধরনের উস্কানিমূলক মিথ্যা তথ্য বিভ্রাট করে মূল ঘটনা ধামাচাপার অপচেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ। ইতিবাচক আলোচনা, বিবৃতি, স্টাটাস বা বক্তব্য দেয়ার অনুরোধ জানাচ্ছি সকলের প্রতি।
স্বাধীনদেশে স্বাধীনমতে আর আঘাত নয়। সত্যতদন্তে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিষয়টি জরুরী অতিদ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে সত্য প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
সভাপতি পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল সংগঠন সাংস্কৃতিক সংগঠন ও মানবাধিকার সংস্থা সকলের অনুরোধ রহিলো।