1. info@www.somoyer-poth.com : সময়ের পথ :
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সময়ের পথ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ড. ইউনুসকে শেখ হাসিনার সরকার যেভাবে নিপীড়ন করেছে তা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নওগাঁর বলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সচিব রুহুল আমিন এবং সেলিম রেজার পদত্যাগের দাবিতে মানববন্ধন পটিয়ায় বাইপাস সড়কে চুরি-ছিনতাইয়ের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন রাঙ্গুনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে নেয়ার অভিযোগ চট্টগ্রামে ডিসি ফরিদা খানম, ২৫ জেলায় নতুন ডিসি জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ ৭বছর ধরে চলছে মাদক সম্রাট পোল্লাদের ব্যবসা এক বিস্ফোরক মন্তব্য করেন যা উপস্থিত শিক্ষার্থীদের একাংশ শোনে ক্ষোভে ফেটে পড়েন চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটো নিষিদ্ধ ঘোষণা। ২০০০ অসহায় বন্যার্তদের চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতির সমাবেশ জনসমুদ্রে পরিণত

রামগড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১২ থানায় মামলা,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

 

এমদাদ খান – রামগড় প্রতিনিধি

মাদক ব্যবসা ও চোরাচালানে বাধা দেয়ায়  রামগড়ের সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাদক সম্রাট মোবারক হোসেন বাদশার নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিনজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার(২৮ আগস্ট) সকালে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহর এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেন, রামগড়ের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা’র নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে শ্মশানটিলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের রামগড় হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে চাপাতি ও চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যুগ্ম আহবায়ক মো: ইউনুছ ও বিএনপি নেতা মো: মুছা মিয়াকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামীলীগের নেতৃবৃন্দের পৃষ্টপোষকতায় মাদক সম্রাট মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা পুরো রামগড়কে মাদকে স্বর্গরাজ্যে পরিণত করে। আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও মাদক সম্রাট খাড়া বাদশা বহাল তবিয়তে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরুর পাঁয়তারা করে। বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। নেতাকর্মীরা মাদক ব্যবসার বিরুদ্ধে মাঠে নামায় শীর্ষ মাদক ব্যবসায়ী খাড়া বাদশা ক্ষুব্দ হয়ে উঠে। এর জের ধরে তার নেতৃত্বে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে বুধবার বিএনপির নেতাকর্মীদের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করে।

এদিকে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক সুজায়েত আলী ও সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া প্রমুখ।

রামগড় থানায় একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ৭, ২৯-৮-২৪,বাদী সরওয়ার আলম পাটোয়ারী (২৪), পিতা- খুরশিদ আলম, সাং- বল্টুরাম টিলা, ১নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, থানা -রামগড়, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৫ জনকে এজাহারনামীয় এবং ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করিলে বাদীর অভিযোগের ভিত্তিতে রামগড় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। তদন্তকারী কর্মকর্তা- এসআই(নিঃ) এ,বি,এম তারেক হোসেন, সাংবাদিককে জানান আসামি ধরার চেষ্টা অভ্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews