মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিনিধি।
বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ, চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
অদ্য ২৩ আগস্ট (রবিবার) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকায় ৫২০ জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান বলেন,
ভারীবর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং উপজেলা এডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে আশ্রয় নেয়া ৫২০ জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান, এএমসি কর্তৃক মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পুরুষ-৩৬, মহিলা-৩৩ এবং শিশু-৪৫ জনসহ মোট ১১৪ জন বন্যার্ত পরিবারের অসুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট ২০২৪ তারিখে বন্যা কবলিত মুসলিম ব্লক নামক এলাকার আরিফ হোসেনের গর্ভবতী স্ত্রী রাজিয়া খাতুন (৩০) কে মারিশ্যা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নোমান আল ফারুক এর নেতৃত্বে বিজিবি টহলদল উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাওয়া হয়। পরবর্তীতে উক্ত গর্ভবতী মহিলা ০১টি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।