1. info@www.somoyer-poth.com : সময়ের পথ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সময়ের পথ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
এন্টি ড্রাগ সোসাইটি কর্তৃক আয়োজিত মাদকের অপব্যবহার রোধে করণীয় ও আলোচনা সভা। ছুটিতেও লামায় মিলেছে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা সিএমপি’র থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক -১ ইরানে হামলার পর যে বার্তা দিলো সৌদি আরব লামায় ইয়াবা সেবনের দায়ে দপ্তরে’সহ ৩ যুবক’কে কারাদণ্ড কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত দশটায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার বাংলাদেশ রেলওয়ে কর্মব‍্যবস্থাপক এর অধীনস্থ ডিজেল সপে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা না দেয়ায় অসন্তোষ প্রকাশ বান্দরবানে চোরাকারবারীদের হামলায় বিজিবির ৩ সদস্য আহত নওগাঁয় এনসিপি সংগঠকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাইবার সিকিউরিটি পরীক্ষায় প্রথম হলেন মেহেরপুর জেলার কৃতি সন্তান এম এ মুহিত।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সাংবাদিকদের ওপর প্রেসক্লাব নেতাদের হামলা,গ্রেফতারের দাবী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সাংবাদিকদের ওপর প্রেসক্লাব নেতাদের হামলা,গ্রেফতারের দাবী

বিশেষ প্রতিবেদন।

সাংবাদিক জনতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে হামলা ও চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠিত ঘটনায় বৈষম্যবিরোধী সাংবাদিকদের জড়িত করার অপচেষ্টা ও মিথ্যে অপপ্রচারের প্রতিবাদ ও হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী

চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির কতিপয় সদস্য কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের উপর হামলা, নির্যাতন,পুলিশের হাতে তুলে দেয়ার মত বেআইনি কার্যকমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ প্রেসক্লাবের অভ্যন্তরে নানা অনৈতিক কর্মকান্ড বন্ধসহ,প্রেসক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ সহ দুর্নীতিগ্রস্থ সাংবাদিকদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বৈষম্যের শিকার সাংবাদিকদের অনতিবিলম্বে প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ সহ বেশ কয়েকটি দাবী নিয়ে গত ১৪/০৮/২০২৪ ইং তারিখ বিকেল ৪ ঘটিকায় প্রেসক্লাবের সামনে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর আয়োজন করে বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য।সাংবাদিকদের এ আন্দোলন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে অংশ নেয় ছাত্র জনতা, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

সমাবেশ ও অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে পূর্বপরিকল্পিতভাবে প্রেসক্লাবের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দলীয় সাংবাদিকেরা অবৈধ কমিটির সভাপতি সালাউদ্দিন মো: রেজার নেতৃত্বে বৈষম্যের শিকার সাংবাদিকদের ওপর ইট পাটকেল ছুড়ে হামলা করে,এতে একাধিক সাংবাদিক আহত হয়।

আমাদের বৈষম্যবিরোধী সাংবাদিকদের ওপর হামলা করে পরবর্তীতে তারা বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে আন্দোলনরত সাংবাদিকদের দুর্বৃত্ত আখ্যায়িত করে সংবাদ প্রচারের জন্য বিভ্রান্তিমূলক অপপ্রচার করিতে থাকে,যা ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

প্রচারিত সংবাদে ব্যবহৃত সি সি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়,প্রেসক্লাবে হামলার যে ঘটনা দেখানো হয়েছে,সেখানে প্রেসক্লাবের ভেতর থেকেই তালা ভেঙ্গে প্রধান ফটক খুলে দেয় এক ব্যক্তি,যিনি প্রেসক্লাবের ভেতর থেকে যারা বৈষম্যবিরোধী সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদের সহযোগী,নিজেরাই ভাংচুর করে ছবি প্রকাশ করে তাদের প্রেসক্লাবে হামলার যে পরিকল্পিত সাজানো নাটক তারা মঞ্চস্থ করতে চেয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য,একইসাথে বৈষম্যের শিকার সাংবাদিকদের দুর্বৃত্ত বলে আখ্যায়িত করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না এবং যেসব গণমাধ্যম তাদের বানোয়াট সাজানো প্রেসবিজ্ঞপ্তির আলোকে সংবাদ প্রচার করেছেন অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবী সহ বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনে অংশ নেয়া সাংবাদিকদের দাবী ও অধিকারের কথা তুলে ধরার জোর দাবী জানাচ্ছি।

বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের পক্ষ থেকে আমরা জানাতে চাই,চট্টগ্রাম প্রেসক্লাবে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে বসে আছে যারা বিগত দলীয় সরকারের দোসর হিসেবে কাজ করেছে।প্রেসক্লাবে বসে তারা এখনো ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। অবিলম্বে এই চক্রের সদস্যদের প্রেস ক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতার না করলে কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবে বৈষম্য বিরোধী সাংবাদিকেরা।একইসাথে প্রেসক্লাবের ঐ ভবন থেকে অতীতে যেমন বিরোধী মতের নেতাকর্মী,ছাত্র-জনতা এবং আলেম ওলামাদের ওপর হামলা হয়েছে তেমনি বুধবার সাংবাদিকদের ওপরও হামলা করা হয়েছে,বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য অবিলম্বে এসব সাংবাদিক নামধারী হামলাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছে।
দীর্ঘদিন আইন না মানার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা থেকে বের হয়ে সবাইকে আইনের পথ অনুসরণ এবং আগামী প্রজম্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।একটি সুন্দর আগমী গড়ে তোলা, জনগণবান্ধব গণমাধ্যম গড়ে তুলতে হলে চট্টগ্রাম প্রেসক্লাবকে অবশ্যই সংস্কার করতে হবে। ফ্যাসিবাদের সহায়ক হিসাবে ছাত্রদের উপর যারা হামলা নির্যাতন চালিয়েছে, ছাত্রদের রক্তে যাদের হাত রাঙানো হয়েছে তাদের বিচার করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট